মনখারাপের জানালা দিয়ে ভালোবাসার মেঘ এসে ভিজিয়ে দেয়। মেঘজলে ভিজে যায় দৃষ্টি পথ। পাপ গ্রস্থ জীবনের অনেকটা পথ পেরিয়ে এসে থমকে দাঁড়াই, জীবন হেঁকে বলে,ওহে মাধুকরীর দিন শেষ, সমে এসে থামতেই হয়। পিছনে ফিরে তাকাই, হিসেব নিকেষের জাবদা খাতা খুলে বসি।
হেরো জীবনের চুপ কথাগুলো একে একে সামনে এসে দাড়ায়, বলে ওঠে ' আমার কথা মনে আছে, আমার কথা!' ঝাপসা মনের ধুলোঝুল মুছতে শুরু করি, কালো আলো আর ভালোর রঙমশাল।
নেশাগ্রস্ত হৃদয় শুরু থেকে শেষ অধ্যায় পর্যন্ত কেবল ভালোবাসা খুঁজে এসেছে, শেষ নিঃশ্বাসে এই খোঁজ পুড়ে হবে ছাই। মায়ের ভালোবাসা , ভালোবাসা পরিজনের, বন্ধুর, জীবনের আর দুগ্গা নয়নতারার।
আবছায়া শিশু বেলা আর আজকের এই পোড়ো বেলা । তফাত নেই, অসহায় যাপন। নিজেকে এই তথাকথিত সভ্য সমাজে বড়ো বেমানান বলে মনে হয়। সভ্যতার নামাবলী না গায়ে জড়িয়ে উলঙ্গযাপনেই বাকি কদিনের ইচ্ছে বাঁচা।
ভুল পাঁচালী পাতা ওল্টাতে ওল্টাতে নিজেকে ল্যাঙটা করে এই সভ্য মুখোশ পরা সমাজে পেচ্ছাপ বর্ষণ। সাদা কথায় আমি একটি নোংরা মানুষ। কালি যত ধুয়ে ফেলি,কালি আরও বেরিয়ে আসে,আল্হাদি হাসি।
একলা হাসাহাসি। পিছমোড়া করে বেঁধে দিয়েছে ক্লান্ত হৃদপিন্ডটাকে। অচলায়তন, কারাগারের দরজায় ধাক্কা মারতে মারতে রক্ত ঝরে দুই হাত দিয়ে। জন্ম সেই মাদুর দাওয়ায়, চারিদিকে বাঁশ দিয়ে ঘেরা, গড়াতাম, এদিক আর ওদিকে, আবার ফিরে আসতাম, ওটাও তো পশু খামার এটাও,,,
তফাত নেই।