কাঠের বেঞ্চ,আমি, সুমন আর চার বাচ্চা কুকুর , লড়াই,
দুটো একটা বিস্কুট কি বাঁচাবে নাকি,রাস্তার বিপরীত কালো কোটের মিছিল,জয় আরোপিত সত্যের।
ঠিক দুপুর,সুর্য নেশাতুর,ফিরে কি আসে শিমুল রক্তিম,
বুড়ি টা একই ভঙ্গিতে ফিসফিসিয়ে খাওয়ায় জন্য তিনটে টাকা বারবার রোজদিন।
আমি তুমি সবাই হাত পেতে, কি যে চাওয়া, কেবল অভিনয় যবনিকা তো আসছেই।
একটা বাচ্চা গেছে,এখন খাবার একটু বেশি, জ্বরটা মাথা থেকে নামছে নিচের দিকে।
কিছু রোগের একটি ই ওষুধ,অন্য ভুবন , আঁধার আলোয় উদ্ভাসিত বনভোজন।
বাচ্চা গুলো গেছে কোথায়,একলা গেলাস,সাথী দেড়শো দুই বা একটি।
বিচার চলছে, কালো কোট আরেকটু কালচে,বুকটা বড়ো ধরফর।
ইছামতি তে এখনও ঢেউ অনেক।।
দুটো একটা বিস্কুট কি বাঁচাবে নাকি,রাস্তার বিপরীত কালো কোটের মিছিল,জয় আরোপিত সত্যের।
ঠিক দুপুর,সুর্য নেশাতুর,ফিরে কি আসে শিমুল রক্তিম,
বুড়ি টা একই ভঙ্গিতে ফিসফিসিয়ে খাওয়ায় জন্য তিনটে টাকা বারবার রোজদিন।
আমি তুমি সবাই হাত পেতে, কি যে চাওয়া, কেবল অভিনয় যবনিকা তো আসছেই।
একটা বাচ্চা গেছে,এখন খাবার একটু বেশি, জ্বরটা মাথা থেকে নামছে নিচের দিকে।
কিছু রোগের একটি ই ওষুধ,অন্য ভুবন , আঁধার আলোয় উদ্ভাসিত বনভোজন।
বাচ্চা গুলো গেছে কোথায়,একলা গেলাস,সাথী দেড়শো দুই বা একটি।
বিচার চলছে, কালো কোট আরেকটু কালচে,বুকটা বড়ো ধরফর।
ইছামতি তে এখনও ঢেউ অনেক।।
No comments:
Post a Comment