কান্না কেঁপে কেঁপে যায় হাওয়া উথালপাথাল,
ভালোবাসায় জাগে ফিনিক্স তুই ভিজে সকাল ।
বুকের মাঝে হাট বসেছে হরেকরকম বিকিকিনি,
হাকাহাকি ছুটোছুটি ,তারই মাঝে নীল ধুকপুকানি।
No comments:
Post a Comment