সকাল মেঘ আকাশ ছেয়ে,
পাখিদের কলতানে জীবনের রঙ্গোলী।
একলা ভোর কি সুরে বাঁধে,
বেদনা ,হতাশা, কিছু সুখের পদাবলী ।
ভাঙা,গড়া আঁকড়ে ধরা
এইদিন, সেইদিন একলাতে পথচলি।
যে ছবি আজও হয়নি আঁকা,
এসো আঁকি, হৃদিরঙে ,সাথি মনতুলি।
No comments:
Post a Comment