দিতে পারিনি কিছু, নিরাপত্তা, জীবন।
কেবল হাত পেতেছি
,আজো,
চেয়েছি স্তিমিত রোদ্দুরে বসে থাকা, পাশাপাশি , হাতে হাত, হয়তো বা তোমার কোল,এক আঁজলা ঘুম একপশলা।
অনধিকার,
এই সমাজে কুষ্ঠ,তবু ভালোবাসা অনন্ত।
তুমি ভালো থেকো, তোমার পৃথিবী।
স্বপ্নে বাঁচি,যতদিন পারি।
গাছ হয়ে বাঁচি, বাঁচি একপশলা আকাশ হয়ে তোমার নয়নতারায়।
No comments:
Post a Comment