দাঁড়িয়ে আছি, প্ল্যাটফর্মের পুবসীমা, সেদিন ও দাঁড়িয়ে ছিলাম, হাতে তোমার হাত, বড়ই কঠিন দীর্ঘায়ন।
তুমি তো জানো, সুর্য উঠতে অনেক দেরি হয়ে ছিল একলব্য গ্রামে, তুমি এসেছিলে মেঘভাঙা বৃষ্টি সাথে। দাঁড়িয়েছিলে একবুক উৎকণ্ঠা সাথে নিয়ে।
আর আজ আমি আছি দাঁড়িয়ে।
একের পর এক ট্রেন , একমুখী বিদ্রুপ হাসি,পা টলমল, তবু দাঁড়িয়ে , তোমার মন্দাক্রান্তা চলন, আসতেই হবে কাশশিউলির আকন্ঠ তৃষ্ণা।
তুমি হাতদুটো শক্ত করে চেপে ধরেছিলে, মুছে দিয়েছিলে সময়ের শুন্যস্থান, আর ওদের চিৎকার, তফাৎ যাও। স্তব্ধ চরাচর, ট্রেনগুলো দ্বিধাবোধ করছিল, থামতে।
আজও আমাকে তাড়া করে। সিদ্ধান্ত হীনতা।
বারবার একই প্লাটফর্ম। কালভৈরব ঢেকে দেয় আমার আকাশ, দুই চোখ , গড়াগড়ি প্ল্যাটফর্মের পুবসীমা। চোখের বালি ।
দুলে ওঠে সাঁকো, মহাকালের মুচকি হাসি,ঝিমধরা পুরুষাকার, কুলার্নব দুগ্গা কামনা। পাদুটো শক্ত শিখলে বাঁধা, রক্ত ঝরে।
নিরাপত্তার সংঙ্গা পশু খামার।
Blind lane, হাতটা, অন্তত একটা বার, অসম্পূর্ণ জীবন।
ট্রেন সংখ্যায় বাড়ে, একটাই প্ল্যাটফর্ম বা ভালোবাসা, অঙ্কের সমাধানে deconstruction.
The musk itself with a mission, ভয়ের ঘুম ভাঙে।