চিঠি, নয়নতারা তোমায়
রোজ লিখি, সময়ে অসময়ে, কাজে আর অকাজে, সুন্দর কথামালার কোলাজ নয়, এলোচুলের উথালপাথাল।
হাঁটতে হাঁটতে টলোমলো পথে তোমায় আঁকড়ে ধরে বসে পড়ি কনকদুগ্গার বুড়ো বটের ছায়ায়। অগোছালো ধুলো পা ঢাকে,মন ও।
সেই মাঝস্কুল থেকে, সুর্য এসে মুখ ঢাকে দিঘির শ্যাওলা সবুজ পিছল ধাপে, কথাগুলো আসে আর যায়, অবয়ব হীন।
তোমায় ছুঁতে পারি কই ? কতো দিন? লখিন্দরের ভেলায় চড়ে বন্দর থেকে বন্দরে, কিসের খোঁজে, নিজেও অবুঝ।
No comments:
Post a Comment