বন্যা
নক্সিগাঁথায় নীরব কাঁথা শীত জুড়ায় এলো উঠোনে,
মশারীটা রাখা শরীরের সঙ্গেই , দেখতে দেখতে গোটা ভুবন
পড়ন্ত বিকল ভগ্ন অবশেষ ।
কোটি বা তার থেকেও অনেক অনেক বেশী কবিতায় তো
মন বলা অক্লেশে, কেউ পড়ুক বা ছিড়ুক, যে পথ মিশতে চায়
বেপথু ক্লান্ত বুনো আকাশ।
নিমডালে চুপটি শুকতারা দাবানল থেকে বাঁচতে নিরাপদ
আশ্রয়ে , উদ্ধত আলুথালু বাতাস তাকে জড়িয়ে ধরে আবেশে
খামখেয়ালী অধৈর্য সঙ্গম।
টুকরো টাকরা ছেড়া কাপড় রঙ্গিন,জুড়ে যে আলখাল্লা পড়ে
পথ আসে গলা আঁকড়ে, রুখু মরুদুখ কাল এবং আজ চিরসখা
মস্তিস্কে লেদমেশিনের উদ্বাহু নৃত্য।
আছি না গেছি ,দুগ্গা ?
No comments:
Post a Comment