Friday, February 15, 2019

                 চলো যাই

আটপৌরে সকালটা আজ ঢেউএর পর ঢেউ বাঁধছে,
সময় থমকে দাঁড়ায়, শুকনোপাতাগুলান পায়ে পায়ে জমায়েত । নির্বাণ ছেড়ে আড়মোড়া ভাঙে বুদ্ধ, বুড়োকাক কোলাহলে ভরায় চায়ের টেবিল।
একপশলা মেঘবতী লজ্জারূন বাতাসকে ডাকে কোন ইশারায়।
সবকিছু চলছে আপন গতিতে ।
নীরা ওঠো ছাড়ো তোমার রাত্রিবাস,এসো পিঠে পিঠ ছুঁইয়ে আজ আমরা কোন সরোবরে পানকৌড়ি খেলবো ঠিক করে ফেলি। মরা রেলগাড়িটাকে অচলায়তনের গহ্বরে ছুড়ে ফেলতে তুমি আমি আমাদের বৃদ্ধ নগ্নযৌবনকে কাজে লাগাই।
সব সুর সাজছে আপন সঙ্গীতে।
আমার সব পাগলামি , তোমার আলগা হাসিতে ডুবিয়ে একটা নতুন সকালের অদেখা  চুপকথার আলোয় পুড়িয়ে খুঁজি পরশপাথর।
চলো না যাই একটিবার ।

No comments:

Post a Comment