Friday, April 5, 2019

সেমিকোলোন
-অলোকরঞ্জন দাশগুপ্ত

অখিল ভারসাম্য হয়ে দাঁড়িয়ে থাকো,
নদীর ওপর সাঁকো
যে ভাবে বয় প্রতীয়মান ; এবং তুমি ভালোবাসার কথা
জ্ঞাপন করবে শঙ্খ চক্র গদা পদ্মে ; তথাপি যুগ্মতা
বক্ষে থাকুক ; এবং তুমি শ্রীমত্তকল্যাণে
যে গান গাইবে দুরূহ তার মর্মবাণী জানুক এ-সভ্যতা,
মরু যেমন নিজস্ব জল আনে ;

বলতে-বলতে সেমিকোলোনে এগিয়ে যাই একতরফা আদায় করার টানে,
দেখতে পাইনি ততোক্ষণে তোমায় ঘিরে দৈত্যদানবডাইনিপোকামাকড়…

No comments:

Post a Comment