Thursday, October 31, 2019

                  ভালোবাসা
তুমি হয়তো,হয়তো কি সত্যি সত্যি আমাকে পাগল বলবে, কিন্তু  জানো আমি ভালোবাসার মানেটা বুঝে গেছি।
তুমি হয়তো বলবে ন্যাকামি, বস্তাপচা প্যানপ্যানানি, বুড়োর ভিমরতি, কিন্তু জানো ভালোবাসা কখনও বুড়ো হয়না।
জানো আমার এক খুব কাছের কবি,যার সাথে আমি দিনরাত একলা বকবক করি, সব্বাইকে লুকিয়ে,তিনি বলেছিলেন না পাওয়াতেই ভালোবাসা হয় পরিপূর্ণ মধুময়।
তোমার মনে আছে ? আমি তোমাকে ফিসফিস করে বলেছিলাম,দেহ নয় দেহ নয় , তোমার একপশলা হাসিতে ,সে আমার জন্য নাই হোক,আমি আমিই পারি মরতে,এই মরতে চাওয়াটাই  তো ভালোবাসা,আমি প্রতি পল ভালোবাসায় মরি।
জানো, যখন তোমার সাথে এক ইছামতী কথা বলতে আমি চাতক হই, তুমি তখন আপণ আত্মবিলাসে, স্টেশন পর স্টেশন চলে যায় আমি থাকি অগ্নি দ্গ্ধ, তবু ও যখন রাগ হয়না, অবহেলার যন্ত্রণাকেই  বড় ভালোলাগে,সেটাই সেটাই ভালোবাসা।

যখন একা একলাই আধো বোঝা চোখে এক পরশ বয়ে যায়, চেতনায় সবহারানোর সুর তাল সারিতে জাগায় কম্পন তখনই  তো তুমি আমি ভালোবাসার বসবাস।

No comments:

Post a Comment