একা কি?
আর একা নই আমি,এখন আমি তোমার অপ্রেমকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে দিব্যি আছি, বাঁচা মরা ও
গুরুত্বহীন,অপ্রেমের নরম আলতো হাতের ওম নিতে নিতে।
যত দিন চোখে জাগবে তোমার চালতা ফুলের আলতো হাসি,আমি সারাদিনের লড়াইয়ে এবং অসহনীয় ক্লান্তি কে হৃদয়ের কোণে কোণে,তখন ও নয়নের তারায় তুমি, তুমি ই থাকবে অপ্রেমেই ,একা নই।
টুকরো টুকরো ছোট ছোট পৃথিবীর চারপাশে কেবল বার্লিন ওয়াল, আমি জেগে রাতের সাথে সঙ্গমে, স্বপ্নেও তোমার ঘৃণা অবহেলা নিয়ে ভেসে রইব লখিন্দরের ভেলায়, একবুক জোনাক আলোয়।
সকাল চুপিসারে দারাস সাপের মতো আসবে,তখন ও আমি ঘুমবিবাগী,আমি অন্ধ আকন্ঠ আশ্লেষে আমার বিশ্বাসকে ছুঁয়ে ছুঁয়ে তোমার অপ্রেমকে আমার প্রেমে গোগ্রাসে মরণকে আবাহন করব,এসো মৃত্যু,এসো প্রাণ আমায় সাথী করো।
তুমি থেকো, অনেক যোজন দুরে , যদি পারো রোদঢভেজা ঢিলেকোঠায়, তোমার এলোচুলের বন্যায় আমি অনন্ত প্লাবিত হবো এইটার,অন্যকারো, এই পৃথিবীর জীবনকালে।।
আর একা নই আমি,এখন আমি তোমার অপ্রেমকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে দিব্যি আছি, বাঁচা মরা ও
গুরুত্বহীন,অপ্রেমের নরম আলতো হাতের ওম নিতে নিতে।
যত দিন চোখে জাগবে তোমার চালতা ফুলের আলতো হাসি,আমি সারাদিনের লড়াইয়ে এবং অসহনীয় ক্লান্তি কে হৃদয়ের কোণে কোণে,তখন ও নয়নের তারায় তুমি, তুমি ই থাকবে অপ্রেমেই ,একা নই।
টুকরো টুকরো ছোট ছোট পৃথিবীর চারপাশে কেবল বার্লিন ওয়াল, আমি জেগে রাতের সাথে সঙ্গমে, স্বপ্নেও তোমার ঘৃণা অবহেলা নিয়ে ভেসে রইব লখিন্দরের ভেলায়, একবুক জোনাক আলোয়।
সকাল চুপিসারে দারাস সাপের মতো আসবে,তখন ও আমি ঘুমবিবাগী,আমি অন্ধ আকন্ঠ আশ্লেষে আমার বিশ্বাসকে ছুঁয়ে ছুঁয়ে তোমার অপ্রেমকে আমার প্রেমে গোগ্রাসে মরণকে আবাহন করব,এসো মৃত্যু,এসো প্রাণ আমায় সাথী করো।
তুমি থেকো, অনেক যোজন দুরে , যদি পারো রোদঢভেজা ঢিলেকোঠায়, তোমার এলোচুলের বন্যায় আমি অনন্ত প্লাবিত হবো এইটার,অন্যকারো, এই পৃথিবীর জীবনকালে।।
No comments:
Post a Comment