Thursday, November 21, 2019

ইট বলো, লোহা বলো, সুকঠিন,
কারাগার আমার, আমি কারিগর।

গলি বলো,পথ বলো, দিশাহীন,
ভেঙে রোদনপ্রান্তর,শুন্য স্বপ্নঘর।

মন বলো, মাঝি বলো,নগ্নদিন,
সমুদ্র কুয়াশাপাথার, হৃদিনির্ঝর।

দিন বলো,রাত বলো, সাথীহীন,
উন্মুক্ত জীবনদুয়ার,বোবাঅন্তর।

No comments:

Post a Comment