Tuesday, March 23, 2021

 "এখন জেনেছি আমি একা নই, বহু মানুষের

আমার চেয়েও বড়ো দুঃখ আছে, হতাশ্বাস আছে

এখন জেনেছি আমি একা নই, মেঘ-ফানুশের

রাজ্যে আমি একা নই, কম্পমান নীলিমার কাছে।"


----- শক্তি চট্টোপাধ্যায়


কবি তুমি দেখাও সেই  ধুলিধুসর পথ 

যে পথে মেঘ মেলে একান্তে ভুমি চুম্বনে,

পাহাড় চূড়ায় বসি আঁকি আগুন ছবি

সব দুখ বাঁধি স্বপ্নিল কাঁথায় অন্ধনয়নে।

No comments:

Post a Comment