অরিন্দম তুমি
ওই আকাশপথের শেষে
বসত বসছে একের পর এক,
তুমি রা সব চলছো এতো তাড়াতাড়ি,
হাত দিও বাড়িয়ে।
কান্না গুলো সব মেঘপালক,
ঢেকে দিচ্ছে সবটুকু নীল জোছনা,
ভালো থেকো,অবশ অবসরে।
শুন্য দেউলিয়া বাঁশী,চলো যাই ,
যদি ফিরে পাই একটুকরো সোঁদা গন্ধে ধোয়া শাওন মন, একফালি ওই আকাশ উঠোন।
ভালো থেকো,
সুর্যের কাছে চাঁদ পাহাড়ের গল্প শুনো চুপিচুপি।
পুনশ্চ
বারবার থমকে যাই, ফিরে ফিরে আসি, সেই কাঠের বেঞ্চিতে বসে থাকি, চায়ের রঙ লাল,চলকে ওঠে।
স্মৃতি হাত কচলায়,মানুষ শিকার অতি সহজে,পাশ কাটিয়ে এই গলি,সেই গলি,একটা ছররা, অরিন্দম একদিন ঠিক দেখা হবে সুর্য আর কালপুরুষে।
হাতুড়িতে মরচে তবু গলতে থাকে অনুভূতি, অপেক্ষায় অবয়ব,
থেকো।
No comments:
Post a Comment