জীবনভর মরণের পুজা ,মরণেই প্রাণের ভালোবাসা,
এক এক পায়ে হাজার হাজার বছর , ক্লান্তিহীন চলা চেনা অচেনা মোরাম পথ।
জোনাক আলোয় নগর থেকে গ্রাম, সবটুকু অসম্পুর্নতা,নিজেকে চেনা গহিন অথৈ ছেড়া খাতায় , অতীত থেকে বর্তমানে ,বটের ছায়ায় কুন্দগহনে।
অমলতাস নিদ্রাহীন,চিরসখা শিউলি ভোরে,হাসনুহানা রাতে,অন্তদহন, আগল খোলা রিক্তকাহন, রোদনসিক্ত স্মৃতি রেখা, ডাক ইশারা।
ভোকাট্টা ইচ্ছেঘুড়ি আকাশ জুড়ে রবিরথ, তোমার সাথে মাধুকরী,স্তব্ধ গানে বন্যাঘাত পরের পর নিরন্তর। অনুভবের ছিন্নমূল,ভুবনডাঙা আজ সবুজপ্রান্তর।
কোন বেসাতি? নদীও মরে, সওদাগরের নাও সে নিরূদ্দেশে, একলা শ্রাবণ বাইশে নয় সব নিমেষে ,বৃত্তপথে আবার ফেরা ,তোমার ছায়ায়, তোমার আলোয় আঁধার জাগা।
No comments:
Post a Comment