লবনাক্ত জলঢেউ সামুদ্রিক,
তটভুমিতে ঠাঁই খুঁজে ফেরে যুগযুগান্তর ।
মেলেনা,
কেন চেষ্টা অবিরাম?
কিসের খোঁজ অমৄতকুম্ভ না পরশপাথর ?
মনমরীচিকা,
চোখ ভিজে যায়।
আবর্ত,
বাতাস কাঁপে মন্দিরঘন্টায়।
No comments:
Post a Comment