Thursday, February 27, 2025

 দোল তো কদমতলায় পুর্নচন্দ্রমায়


হঠাৎ কথাটা কানে ধাক্কা মারল সজোরে

“বোকা ,তুই আগে বুঝে আয়”,

কোথা থেকে ?

সারা দিন কাটে মানুষের মন খুঁজে অর্থহীন, 

কত যে মন কত তার রকমফের,

 ভাঙাগড়া,

পুতুলনাচের এই ইতি কথার শেষ যে শুরুতেই।

বুঝতে পারি কই ?


যে পথগুলো ক্লান্ত বিরক্ত,

 শুকিয়ে যায়,

মরামনটা ,

কত সহস্র বছর, সেই আদিকাল হতে,

একপা দুপা,

পৃথিবীকে করি অনন্তধর্ষিতা ,

দেবকন্যার রক্তেই আবির লাল,

সুন্দর হাসিমুখে ভরা বুকে,

এ বসন্তে 

পারিনা চাইনা অক্ষম সঙ্গমে, 

মাফ করবেন,

বোকাটা বুঝতেই পারেনা ।


মনন চিন্তন সভ্যতার পতন চলছে,

 রাত অন্ধকার,

সে তো জাগছেই, 

অন্দরমহলে, উন্মুক্ত প্রান্তরে ,

আসমান নামে এই বন্ধ্যা জমিনে, 

গোপন পাপ,

যদি পাপবোধ বেঁচে থাকে বারে বারে পচা ধাপার ডাস্টবিন এই পিচকারির ফাগধারায় ,

হোলি তো হ্যায় জরুর হ্যায়।

বোকা কিছুই বুঝিসনা। 


পুজো সেতো সুভোগে নিজেকেই,

 বিজ্ঞাপন সেতো আমারই ,

আমি বিনা কর্মে , 

চলনে বলনে লেখনে

গতি নাই, নাই । 

নিজেরই গান গাই যতক্ষন শ্বাস।

একটা কালো পর্দা কিনে দাও আকাশ ঢাকি,চাঁদ তুই কেন? বুঝতে পারিনা ।


চল বোকা মরে আর একবার জন্মাই বুঝেই আসি,

দেবকন্যা কিন্তু ইশ্বরকে সব সত্যি সত্যি বলে দেবে, 

তার আগে “বোকা আমি, আগেই বুঝে আসি”যদি পারি ।

No comments:

Post a Comment