অন্ধকার,
তোমাকেও করেছি অপবিত্র।
ঘুণপোকার দল গোটা শরীরে কামড়ে কামড়ে জাগিয়েছে কেবল লালসার আগুন,
পুড়ছি।
যে ভদ্রলোকের পোশাকটা পড়ে আছি, আদতে সেটি আমার নয়,
উলঙ্গ আচমন।
ভীড় জমেছে।
নিরাভরণ,সবাই হাত পা ছুড়ছে এদিকে,ওদিকেও,
একে অন্যকে কামড়াছে,খিমছে বের করছে অনুভূতিগুলো।
আমি নিশ্চিত এই প্রলাপ কেউ জানবেনা,শুনবেওনা।
আদ্যন্ত শুয়োর এই মানুষটি খালি সুযোগ খোঁজে,
তুমি কাছে এসোনা, পোকাগুলো কিলবিল ।
আলোক বিন্দু সব দুরে সরতে সরতে মনে হয় আকাশে পালিয়েছে।
তারা।
চিলেকোঠার ছাদে পায়চারি,
স্বপ্নচারী,
লালসা।
বৃত্তের পথ ছেড়ে কবিতা, অপমৃত্যু।
আমার ঘুণপোকা,
আদুরি।
তুই এখন অন্য আকাশ,
আমি শালা, বেওয়ারিশ,
অভিযোজন, আগাপাশতলা শয়তান,
আমিই,
নিত্যকর্ম,
পান্ডুকথা।
No comments:
Post a Comment