Tuesday, August 5, 2025

ছেলেটি নিরাপত্তাহীনতায় ভুগছে,

ছেলেটি একটি মেয়েকে পাগলের মতো ভালোবেসেছে। ও ভয় পাচ্ছে ভালোবাসা যদি ফুরুৎ করে পালিয়ে যায়।

ছেলেটির নিরাপত্তাহীনতা।

মানুষ নামক জীবের জীনগত বৈশিষ্ট্যের কারনে ভাবনাগুলো সব আলাদা আলাদা হয়। স্বভাবজনিত কারনে আমরা সবাই চাই,কেউ অন্তত আমাকে বুঝতে পারে, অনুভব করতে পারে, একসাথে পাশে বসে শোনে জীবনের গান( ভালোবাসা?)।

আবার জিনগত কারনে আমরা যারা পাশাপাশি থাকি, আপ্রাণ চেষ্টা করি প্রমাণ করতে যে পরস্পরের প্রতি টানে আমরা এক সুতোয় বাঁধা আছি। আসলে প্রয়োজন আমাদের বাধ্য করে এক বসবাসে। আবার কিছু কিছু জিনগত মিল থাকার কারন, আমাদের বসবাসকে সহজাত করে তোলে। বেলাশেষের যাপন সহজ হয়ে ওঠে।

ছেলেটির নিরাপত্তাহীনতা সারা জীবনের।

পথ চলতে চলতে প্রতিটি মানুষ একা এবং নিরাপত্তাহীন, ভালোবাসার খোঁজ, আকার ও প্রকারের রকমফের।

আর সব হারানোর দল নিজেকে ভেঙে চুরে কবরখানার মৃত রোয়াকে বসে  ভুল ভুলাইয়া হৃদ কুঠিবাড়ির স্বপ্ন দেখায়।



No comments:

Post a Comment