অনেক কথাই লিখে যাই, নিজেকে জাহির করা বা আলোতে থাকার উদ্দেশ্যে নয়, যে কথা শোনার কেউ নেই অথচ বলতে ইচ্ছে করে, সেই সব কথামালা এই দেওয়ালে চিটিয়ে যাই, পাগলামি।
জন্মদিনটা ফেসবুকের অভিধান থেকে মুছে দেওয়ায় একটা সুবিধা হয়েছে এই যে মেকি শুভেচ্ছা কমে গেছে, অল্প কয়েক জন মনে রাখে, সেটাই স্বাভাবিক। আমাদের নিজেদের টিকে থাকার লড়াই আমাদের নিঃশ্ব করে রাখে।
লড়াই মানুষটাকে শ্রান্ত, অবসন্ন করে তোলে। চেয়ারগুলো এতো নিজেকে প্রমাণ করতে চায় যে অনৈতিক কাজ সব বৈধতা পায়। কিছু মানুষ যা অন্তত পরবর্তী প্রজন্মের কাছে নিজেকে সৎ রাখতে চায় তারা ক্রমাগত লুপ্তপ্রায় প্রজাতির অন্তর্ভুক্ত হতে থাকে।
যে পথে হেঁটে পাওয়া যায় অমলতাসের খোঁজ, সেই পথ যায় হারিয়ে। সুন্দর সুন্দর মুখ মুখোশ পথ আটকে দাঁড়ায়, বলে ওদিক যাও, সেদিক যাও। পা কাটে, রক্ত ঝরে। কল্পনার মাদকে আসক্ত বাস্তব শেষের দিন গোণে।
Counting the days in compelled & compromised environment. 1,2,3...go.
No comments:
Post a Comment