Tuesday, July 1, 2025

 স্বপ্ননীল


দিন, 

বছর,

 অনেক অনেক যুগ,

বুনতেছিলাম স্বপ্নের শীতলপাটি।


ছোট, বড়ো,সোদা সব স্বপ্ন,

আজো যেখানেই  যাই,

শীতল ছোঁয়া।


বলতে পারিনি, 

কাউকেই,

ঘুমিয়ে পড়ি,

 আষ্টেপৃষ্ঠে জড়িয়ে, 

বুকের মাঝে।


বুঝিনি,

যত্নে রাখা শীতলপাটিতেও ঘুনপোকা,

মরতেই থাকে,

স্বপ্নগুলো,

বলতে পারিনা।

কাউকেই।


এইটাই, জীবন,

আলপথ আজ পিচঢালা,

মরা,

কেউটের দল গ্রহে গ্রহান্তরে,

নিরাপদ।


বার্ধক্যজনিত স্বাভাবিক নিয়মে শীতলপাটি আজ ফুটিফাটা,

ঝরছে,

 মরছে,

স্পর্ধা,

স্বপ্ন,

একটার পর এক,

স্বপ্নের দল।


চোখের জল,

চড়ুইভাতি,

ফল্গূনদী, 

একলা চর,

ব্যাথা চিনচিনে,

গোলাপবনে দাবানল।


স্বপ্ন,

শীতলপাটি,

ঘুণপোকা,

এখানে গ্রীস্মকাল।

No comments:

Post a Comment