Thursday, July 31, 2025

 একটা সময় এসে ভাবি ,আর আমার নিজেকে প্রমাণ করার কিছু নেই। চলার পথে ভুল করেছি অগুন্তি। কিন্তু যখন যাব, এইটুকু নিয়ে যাব যে কারুর ক্ষতি করিনি,ভুল করলে সাবধান করার চেষ্টা করেছি, কারুর থেকে কোন অন্যায় সুবিধা নিয়ে পরিবার বা নিজেকে প্রতিপালন করিনি।

চাইতে পারিনি মুখ ফুটে, অভিমান করেছি তোমার উপর, তোমাদের সবার উপর, এই পৃথিবীর উপর, এই অভিমান নিয়েই যাবো চলে। তবে আবার আসবো, জন্ম নেবো নদীর পাড়ে, নদীকে ঘিরে কাটাবো আর এক জীবন।

আমার অনুভূতি এই দেওয়ালে যাবো লিখে,নাম চাই না, যশ চাই না, নিজের প্রকাশ চাইনা, শামুকখোলায় কাটাবো ভিজে বাকি ক দিন। নীরবতার গানে এগিয়ে চলুক দিশাহীন নাও , বৈঠার আর দরকার নেই।

একটা সময় তো আসে যখন চাওয়া যায় ফুরিয়ে না পাওয়ার গহন অরণ্যে।

১১২৭ ব্যাথা 

No comments:

Post a Comment