Serial Killer
গল্প পড়েছি অনেক,
সত্য ঘটনার অবলম্বনে।
তুমি বা আমি, মারছি বিনা সঙ্কোচে অনবরত।
চেয়ার আর পাওয়ার, life long bonding. সুযোগ পেলেই,,,,,,,,,
জ্বলন্ত মোমবাতি, গলন্ত মোম বুকের ডানচৌহদ্দি জুড়ে।
নিখুতি, মুখোশ, শক্তপোক্ত ।
রামধনু আলো না মৃত্যু ধনুকের টঙ্কার !
Crime thriller, এরকুল আচার্য্য?
Power and money,
ভয়নগরে অভয়া!
নীতিহীনতা কথামৃতের নীচে, আলোঝলমল রিসর্ট, বস্তাবন্দী বাবা ও মা, সুতোয় বাঁধা সম্পর্ক, কবি কল্পনা।
ওপাশ ফেরো, পাশ কাটাও, কুর্শির গদি, মখমল, মোলায়েম! জীবন।
Royalty/Loyality!
ইতিহাসের রঙ সবুজ।
সুর্য জাগে কোনদিকে?
পশ্চিমে।
তুমি কি?
একটি চেয়ার, মরা কাঠের।
তুমি ঝাড়া টাকায় বাচ্চা পালন করো?
পারিনি, এখনও অনেক দেনা।
তুমি নয়, তুই শালা লিঙ্গে ক্লীব,
ঘসে মর।
এই যখন অবস্থা তখন এই জীবনে চোখ বন্ধ করে প্রেমের স্বপ্ন দেখাই only option.
No comments:
Post a Comment