পুড়ছি,
ল্যাঙটা ছেলের উদোম স্বপ্ন,
সবুজ আকাশ
নিদাগ নিঃশ্বাস
পুড়ছে।
ডুবছি,
আলগোছে আঁকড়ে জীবন ভেলা,
ইঁদুর দৌড
জেতার চোখ
ডুবছে।
মরছি,
অধীর অতল একমুঠো অক্সিজেন,
নিরুদ্বেগ মঞ্চায়ন
পানকৌড়ি সাপলুডো
মরছে।
দিনান্ত,
আলোসকাল অসময়ে গোছায় বাক্সপ্যাটরা,
ভীরু পাতাজল
রাখালিয়া বাঁশী
দিনান্তে ।
১২ ফুটি অসম লড়াই।।
চলার পথে একাকী অনুভবই অবলম্বন,চড়াই উতরাই পেরিয়ে এক অন্তহীন খোঁজ।ষড় রিপুর দাপাদাপি। সচল,সজীব অভিনয়, সংশোধন এর কোন সুযোগ নেই।মনে যা আসে তা নীরবে নিজেকে বলা, নিজের দেওয়ালে ছবি আঁকা। কোন ব্যাকারণ মানার প্রয়োজন বোধ করিনা,অনুভব ও তো পরিবর্তনশীল। এইভাবেই এই পৃথিবীর ক্যানভাসে তুমি আমি সব্বাই এঁকে চলেছি ,সম্বল মন তুলি আর একফালি এবরোখেবরো ভাঙা দেওয়াল।
কাল হয়তো ,হয়তো কেন, নিশ্চিতভাবেই অন্য আঁকিয়ে সাজাবে দেওয়াল।
যখন বৃষ্টি নামে,ছবিও তো মুছে যায়।
জীবন মাধুকরী।
No comments:
Post a Comment