Sunday, July 13, 2025

 আমার তোমার ঘরের বাড়ি,

জাগছে রাজা,তার নজরদারি।


ভাঙছে রথ,চলার পথ ,উল্লাস,

নেভে আগুন,মনফাগুন, উদ্ভাস।


অন্ধ বন, বিভীষণ, আলগোছে,

বড্ড সুখ,মুখোস মুখ, ছোঁয়াচে।


বিলাসী বালা,গোরের মালা,ভাসে,

কানামাছি, মরে বাঁচি,রাজা হাসে।


হাজার হাত,একসাথ,ভাতের দানা,

কাব্যি লিখি,কত শিখি,রাজঘরানা।


জয় হোক।

কার?

No comments:

Post a Comment