Tuesday, July 22, 2025

 এখন দিন তারিখ মনে রাখি না, একটা জিনিষ জানি যে জীবনে ভালো কিছু খুব কম সময়ের জন্য। ভাবতে ভাবতে আমাদের অনেকটা সময় বয়ে চলে যায়। পরে আফশোষ করে কোন লাভ হয়না।

ভাইবোনেদের মধ্যে আমি সপ্তম, একটু লাজুক স্বভাবের, মুখ ফুটে কোন ও কিছু চাইতে পারিনা, আজও তাই।

No comments:

Post a Comment