বেওয়ারিশ লাশ
হেঁটে চলে চেনা পথ ধরে
উপায়হীন
একটা নিরাপদ space খুঁজতে খুঁজতে আজ পথ হয়েছে দীর্ঘায়িত
Space অধরা
পাশে যারা ছিল
আজ অন্য রাস্তায়
Compromise করতে করতে আজ নেই ডাল হিজল গাছ
ছাল নেই
পাতা বিনি সুতোর ঘুড়ি
চাহিদা আর যোগানের অসাম্যে ওঠে কম
নামে বেশি
পাতা ঝরে
পচা সমাজ
কেন্নোগুলো এসে ভিড় জমিয়েছে গলায় এবং নাভিমূলে।
জোর নেই
ভিখারির লাশ
অনাহারে স্বপ্ন চিবিয়ে খায়
জাবর কাটে
সীমাহীন অতৃষ্না
বৃষ্টি প্রচুর,
ভিজে কাটকুটৌ আর দেশলাই
শ্মশানের কোণঘরে
ওরা পাশ কাটিয়ে এগিয়ে যায়
সমাজের সাথে কোলাকুলি আর আকুলি বিকুলি
লাশ শোনে স্তব্ধ সময়ের গান।
No comments:
Post a Comment