চলতে চলতে জানিনা কবে থেকে অভিযোজন জনিত কারণে আমি একটা রাস্তা হয়ে গেছি, এবরোখেবরো এবং একরোখা। পরিচর্যা এবং সঠিক নির্দেশকের অভাব স্পষ্ট ।
জঙ্গলের মধ্যেকার এই রাস্তা, এখান দিয়ে গন্ডার ও শিয়াল পাশাপাশি হেঁটে চলে। মাঝে মাঝে উত্তেজনা বশতঃ আকন্ঠ চুমু খায় আবার ব্যর্থ আবেগে রাস্তার উপরে গড়াগড়ি খায়।
এই পথে আবার কাপুরুষ ও নাপুরুষ পাশাপাশি হাতে হাত রেখে এগোতে থাকে।অ-কার্যকরী বীর্য পতন রাত জেগে আলপনা আঁকতে থাকে রাস্তায়। গা কেন জানি না গুলিয়ে ওঠে।
মৎস্য মুখী নারী পথের ধারে প্রতিক্ষায়, বাজার বসবে, শুরু হবে বিকিকিনি। ঘরঘর প্রেমের শব্দে যান্ত্রিক মুল্য নির্ধারণ। অবসরে নারী, কাপুরুষ ও নাপুরুষ কোরাসে গাইতে থাকে,' পথে এবার নামো সাথি,,'
দিকবিলাসী প্রোমোটার পথসহ জঙ্গল কিনে নিয়েছে শিবেশ্বরের কাছ থেকে । এখানে কাটাছেঁড়া করে remodeled human উৎপাদন হবে, প্রচুর চাহিদা, return তার থেকে অনেক বেশি। Life is after all a business where there is no space of love and revolution.
পথ, শালা এবার মায়ের ভোগে।
No comments:
Post a Comment