Saturday, July 12, 2025

 সাপলুডো খেলতে খেলতে হঠাৎ একটা যতিচিহ্ন সামনে এসে হেঁকে বলে ' অনেক তো হলো চেষ্টা, লাভের লাভ শুন্য, এবার খাতার পাতা উল্টিয়ে দেখার অবকাশ। আকাশ ভুলেছো,  দুস্টুমির বাতাশ ভুলেছো, এসো, চলো, চালতাতলায় বসি, ঘরে ঢুকলেই বাবার পেটন, মা ঠিক সময়ে ঢেকে নেবে।' এক স্বপ্ন বারবার ফিরে আসে।

আজও মা যেন আগলে রাখে, মায়ের বুকে মুখ লুকিয়ে সব সমস্যার সমাধান যেন এক লহমায় হয়ে যায়। অনুভবে তুমি আছো, পথে, ঝড়ের দিনে, উত্তপ্ত অসহায়তায়  তুমি মা আমার বটছায়া।

চড়াই উৎরাই পেরিয়ে  থমকে দাঁড়াই।এক সীমাহীন অরন্যের মাঝে সব পথ এসে মেশে, কেউ নেই চারিপাশে, ঝিঁ ঝিঁ পোকার গান শোনা যায় কেবল। আকাশ ছোঁয়া গাছগুলো সব আলো ঢেকে দিয়ে গায়ে গা লাগিয়ে ফিসফিস করে কি যেন বলে চলেছে। বোঝা ভার।

এই নগ্ন সাঁঝবেলায় এলোচুল প্রেম ডাকে, ঘুম ভাঙ্গায়, বলে চলো আরশিনগর, নিজেকে চেনো, নিজের পাপ, অসম্পূর্ণ গান, নিজেকেই চেনো। দুদিন পর তোমার জায়গায় অন্য কেউ। এক সংলাপ। শুধু চরিত্র পরিবর্তন।

এই গোলকধাঁধায় মা তুমি পথ দেখাও,

ওঁ ধ্যায়েৎ চিত্তসরোজস্থাং সুখাসীনা কৃপাময়ীম্। প্রসন্নবদনাং দেবীং দ্বিভূজাং স্থির লোচনাম্।।" 

মা ভালোয় রেখো, আলোয় রেখো।

কদিন বৈ তো নয়।





No comments:

Post a Comment