Sunday, July 27, 2025

 নয়নতারা

নয়নতারা নয়নতারা নয়নেরই তারা

তুমি তো অঝোর শ্রাবন ভালোবাসার প্লাবনধারা ।

কচি ঘাস সবুজ মুক্তোকণায় ভেজা ,

নয় প্রকাশে , অনুভবে ,নয় কলরবে

স্বপনে মধুভাসে নীরবে

জীবনে প্রতি পলে তুমি নীরা ।।

তুমি কোপাই আর তুমিই তো জলঢাকা

আজ উথালপাথাল আজ বেনিয়ম বাঁধনছেড়া

আপন ভুলে চিকমিক উথাল পাথাল  সবুজতারা

চোখের কোনে  ক্লান্তিকলস তবু লড়াই জীবনভোর  

দুগ্গা দুগ্গা তুমি তো দশভুজাই রাগ নটভৈরব ।

আপন ভুলে দুয়ার খুলে অবোধ অবনী পাগল

মনে তার শক্তিকবি কাঁদে, জাগায় রাহুল,

জাগে সুনীল, শঙ্খ বাজে

পাহাড় দিয়ে নদী কেনাই তবে হলো পাকা

নিয়নের আলোয় নয় কেরোসিনের ল্যাম্পে

অবুঝ সবুজ সবুজ ছবিই আঁকা ।

No comments:

Post a Comment