Friday, July 18, 2025

 দ্রিম দ্রিম দ্রিম


বাজতেই থাকে


আর্তনাদ


হাত-পা ছুঁড়ি। এগিয়ে যাই। পিছনে তাকাই।


চারিদিকে আকাশছোঁয়া পাঁচিল


আ-বৃত্ত পথ


আকাশ থেকে ঝরে পড়ছে

আগুন

          চোখের জল

                             যন্ত্রণা

মুঠো মুঠো দিশাহীন পথচলা...


তুমি ভিজছো

                    আমিও ভিজছি


ধাক্কা মেরে চলেছি সন্দিহান হৃদয়ে।


ফুরিয়ে আসছে সময়...


আকাশছোঁয়া হাজার বছরের বুড়ো গাছগুলো


গায়ে-গা লাগিয়ে বিদ্রুপ।


ফ্যাৎ ফ্যাৎ,সাঁই সাঁই,


পাঁচিল আরও বাড়ে — দৈর্ঘ্যে ও প্রস্থে


সব দলছুট


বৃষ্টি ঝরতে থাকে...


(কিসের অদৃশ্যমান খোঁজ?!)


নিজেকে ভাঙচুর


তবু স্বপ্ন দেখি, 


দুচোখ অনিমেষ।


দ্রিম দ্রিম দ্রিম


লবণাক্ত জলে ডুব দেয় মুক্তঅঙ্গন।


তুমি জাগো, আমি জাগি


নিঝুম দিন...অস্থির শ্রাবণ...

No comments:

Post a Comment