লবনাক্ত জলঢেউ সামুদ্রিক,
তটভুমিতে ঠাঁই খুঁজে ফেরে যুগযুগান্তর ।
মেলেনা!
কেন চেষ্টা অবিরাম,
কিসের খোঁজ?
অমৃত কুম্ভ না পরশপাথর ?
মনমরীচিকা,
চোখ ভিজে যায়……
রাত স্বপ্ন আর রোদ্দুর হোঁচটের সোঁদা গন্ধে খোলা জানালা।
No comments:
Post a Comment