একটা সময় আমি সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়াতাম, এখন সবকিছু এসে থমকে দাঁড়িয়েছে এক মরা কাঠের টেবিলে। বসে থাকি, সময়কে গোনার চেষ্টা করি। চোখে আকন্ঠ ঘুম।আর ১১৩০ টা ধাপ পেরোলেই পৌঁছে যাব নগ্ন পাহাড়ের চূড়ায়। জেগে থাকতে হবে।
এতদিন সৎ থাকার চেষ্টা করেছি নিজের কাছে,এই ভ্রষ্ট পৃথিবীর কাছে। দারিদ্র্য, চাহিদা, আনুগত্যের লড়াইয়ে শ্রান্ত, ক্লান্ত আর অবসন্ন হয়েছি। ছোট থেকে কারুর থেকে কিছু চাইতে শিখিনি, আজো প্রত্যাশা থাকলেও চাইতে পারিনি । অভিমান জমে হয়েছে পাহাড়।অনেক ছেড়েও সবটুকু দিয়েছি। আজ দেখি সবটাই ভুল।
No comments:
Post a Comment