এক পথে বারবার ফিরে আসা, কুয়াশা সরিয়ে আলোর খোঁজ। সময় আসে যখন সুচনাতেই ফিরে যেতে হয়। মাধুকরীর ঝোলা হয় শুন্য। নিঝুম রাত হাত পা ছুঁড়ে আবছা ভোরে করে আত্মসমর্পণ। বোধ থেকে, আনন্দঘন যন্ত্রণা থেকে জন্ম নেয় কথামালার শীতলপাটি। আর অব্যক্ত হৃদয়ের কোন এক কোণে জমা হতে থাকে অসমাপ্ত জীবনকাহিনী। চরিত্র বদলায়, একই নাটক মঞ্চস্থ হতে থাকে যুগ, কাল, সময়ের সীমারেখা ছাড়িয়ে। দোমড়ানো, মোচড়ানো পথে জন্ম নেয় দেব বা অসুর সন্তান। রক্তাক্ত সময়ে জীবন এগিয়ে চলে।
No comments:
Post a Comment