Wednesday, July 30, 2025

মনটুলিয়া

মাথার মধ্যেকার যন্ত্রনা সবসময়ে এদিক ওদিক দৌড়ে, কেমন যেন আকুল ব্যাকুল !

ভেঙে ফেলতে থাকে স্বাভাবিক নিয়মনীতি।

সিকদার পাড়ার শরিকী বিবাদগ্রস্থ বাঁশের ঝাড় গা হেলিয়ে মাথায় দেয় হাত বুলিয়ে।

হার জেনেও লড়াইয়ে ওল্টাই সৃষ্টি স্থিতি।

রাতে কখন জাগি আর কখন ঘুমিয়ে পড়ি সেটা বোঝার আগেই কুসুমকুমারীর স্বপ্নস্খলন।

রোজ দিন কার্শিয়াঙ কুয়াশার উপস্থিতি।

না বোঝা আর অবোঝার ঝগড়ার মাঝে কানামাছি আবেগ বুকে জড়িয়ে উচাটন দিন দুয়েকে।

আগামীকালের ভুল সিনেমার রং দে বাসন্তী।

১১২৮কথা 


No comments:

Post a Comment