ভুল
হাবু একই ভুল করে, বারবার,
হাবু চায় হাতুড়ি দিয়ে নিজের মাথা চুরচুর করে দিতে।
কি রোগ হয়েছে জানে না, একটু আগে কি হয়েছে সেটা বেমালুম ভুলে যায়।
সমস্যা বাড়িয়ে অসহায় হাত পা ছোড়ে।
উপায় খুঁজে পায়না, চোখ বুজে তেলচিটে বালিশ আঁকড়ে পরে থাকে।
হাবুর অনিদ্রা বেড়েই চলে, তার বুকের মধ্যে আতঙ্ক ছড়ায়।
এরপরে হাবু কি চিনতে পারবে হাবুকে!
হাবু ভুল করে খুলে ফেলে চোখ,
সামনে রেসের মাঠ,
দৌড়োচ্ছে,
প্রাইড অফ আরাস,
হাবু এগিয়ে যায়,
মাঠে,
মুখোমুখি,
রক্তাক্ত হাবু,
ঘোড়পথের থেকে তুলে নেয় গাছ নয়নতারা,
মাটি খোঁজে,
বাঁচাতেই হবে,
হাবু ছোটে ডাক্তারখানায়,
Alzheimer's এর ওষুধ!
ভুল হাবু।
No comments:
Post a Comment